যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড জানিয়েছে, শুক্রবারের দুর্ঘটনার আগে টানা তিন ফ্লাইটে ত্রুটির কথা জানিয়েছিলেন বৈমানিকরা। দুর্ঘটনা সে ত্রুটি থেকেই হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার সময় বোয়িং সেভেন-থ্রি-সেভেন-নাইন ম্যাক্স বিমানটি ১৭৭ আরোহী নিয়ে ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফুটের বেশি উঁচুতে উড়ছিল। মাত্র তিন মাস আগে আলাস্কা এয়ারলাইন্সকে বিমানটি সরবরাহ করে বোয়িং।
এখন পর্যন্ত ১৪৫ বার যাত্রী আনা-নেয়া করেছে ফ্লাইটটি। বিমান থেকে খুলে পড়া দরজাটির সন্ধান পাওয়া গেছে। এখন বিমানের সঙ্গে দরজাটিকে যুক্ত করা প্লাগটি খুঁজছে অনুসন্ধানকারীরা।
এদিকে দুর্ঘটনার পর একই মডেলের ১৭১টি বিমানের চলাচল এখনও স্থগিত রেখেছে মার্কিন প্রশাসন। এর ফলে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়েছেন।