স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড বিমানবন্দরে। সে সময় আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং সেভেন-থ্রি-সেভেন-নাইন ম্যাক্স বিমানটি ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফুটের বেশি উঁচুতে উড়ছিল।
দরজা খুলে আলাদা হয়ে গেলে ফের একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীদের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, উড়ন্ত বিমানে কেবিনের মাঝামাঝিতে অবস্থিত দরজাটির জায়গা ফাঁকা। এ ঘটনায় আরোহীদের সবাই অক্ষত আছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
মাত্র তিন মাস আগে আলাস্কা এয়ারলাইন্সকে বিমানটি সরবরাহ করে বোয়িং। এ পর্যন্ত ১৪৫ বার যাত্রী আনা নেওয়া করেছে ফ্লাইটটি।