এরপর ১৫০ কোটির বেশি ডোজের টিকা কিনে নেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অর্থাৎ মহাদেশটির একজন ব্যক্তির বিপরীতে ৩টির বেশি টিকা কেনা হয়। তবে সাড়ে ২১ কোটির বেশি টিকা ফেলে দেয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো'র প্রতিবেদন বলছে, অঙ্কের হিসেবে ফেলে দেয়া টিকার অর্থ ৪০০ কোটি ডলারের বেশি। মহামারির প্রভাব কমতে থাকার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হওয়ায় জনগণের অর্থে কেনা এই টিকাগুলো ফেলে দেয়া হয়। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে অপচয়ের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। দেশটিতে প্রায় সাড়ে ৮ কোটির বেশি করোনার টিকা ফেলে দেয়া হয়েছে। অন্যদিকে কেনা টিকার মধ্যে লিথুয়ানিয়াতে সবচেয়ে বেশি প্রায় ৫০ শতাংশ টিকা ফেলে দেয়া হয়।
পলিটিকো'র প্রতিবেদনে আরও জানানো হয়, ইইউ'র ১৫টি দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আর ফেলে দেয়া টিকার সংখ্যা ও অর্থ আরও বেশি বলে আশঙ্কা তাদের। টিকা আবিস্কারের পর বড় অংশই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন কিনে নেয়। এতে করে বাজারে টিকার কৃত্রিম সংকট তৈরি হয়।





