উপকূলীয় শহর গ্রিন্দাভিকে আগ্নেয়গিরির লাভা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকায় এই শহর থেকে বাসিন্দাদের আগেই সরিয়ে নেয়া হয়েছে। গলে যাওয়া শিলা পৌঁছাতে পারে শহরের জিও থার্মাল স্টেশনেও।
সোমবার মধ্যরাত থেকে সন্ধ্যা পর্যন্ত আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের সুন্ধনুকু আর গ্রিন্ডাভিকের মাঝে রাজধানী রেইকিয়াভিক কাছাকাছি অন্তত ৯শ' ভূমিকম্প রেকর্ড করা হয়।
আশঙ্কা করা হচ্ছে, রেইকিয়াভিক থেকে ৪০ কিলোমিটার দূরের সক্রিয় আগ্নেয়গিরি ফ্যাগ্রাডালসফজল থেকে যেকোনো সময় অগ্ন্যুৎপাত শুরু হতে পারে।
ইউরাশিয়ান আর উত্তর আমেরিকান টেকটনিক প্লেটের মধ্যে অবস্থিত আইসল্যান্ড বরাবরই ভূমিকম্প আর অগ্ন্যুৎপাত প্রবণ অঞ্চল। দিনদিন অগ্নুৎপাতের ঝুঁকি আরও বাড়ছে এই অঞ্চলে।
গেলো তিন বছরে রেইকজানেস উপদ্বীপে তিনটি অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এরমধ্যে সবশেষ অগ্ন্যুৎপাত হয় চলতি বছরের জুলাইতে।
অগ্ন্যুৎপাত বিশেষজ্ঞরা বলছেন, রেইকজানেস উপদ্বীপের নিচে ১৫ কিলোমিটার লম্বা সক্রিয় ম্যাগমা টানেল আছে।





