তিনি বলেন, নতুন একটি ভবিষ্যত অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের জন্য, যে ভবিষ্যতের চাবি দ্বিরাষ্ট্র সমাধান।
সোমবার লন্ডনের লর্ড মেয়র'র বাঙ্কোয়েট হলে এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বে নানামুখী চ্যালেঞ্জের এমন সময় দেশের মন্ত্রী পরিষদে পরিবর্তন জরুরি ছিলো। মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিতিশীলতার মধ্যে ইসরাইলকে নিজ দেশের পাশাপাশি গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
এদিকে হঠাৎ করেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাধারণ ঘটনা না হলেও নিজের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।