যৌথ প্রকল্পটিতে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম গ্রুপের সহায়ক সংস্থা সিএমএ টার্মিনাল ৭০ শতাংশ এবং এডি পোর্টস গ্রুপ ৩০ শতাংশ কাজ করেছে। নতুন টার্মিনালটির মাধ্যমে বন্দরের কনটেইনার সক্ষমতা ২৩ শতাংশ বাড়বে, যার ফলে এ টার্মিনাল দিয়ে প্রতি বছর প্রায় ১ কোটি কনটেইনার পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক।
টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ উদ্বোধন করেন। সিএমএ টার্মিনালটির লক্ষ্য খলিফা বন্দরটিকে প্রধান শিপিং রুটের সাথে সংযুক্ত করে আবুধাবির বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার পরিধি বাড়ানো।
এটি টেকসই ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য অর্জনে সাহায্য রাখবে বলছেন বিশ্লেষকরা। টার্মিনালটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় সিস্টেম, সোলার পাওয়ারের ব্যবস্থা। এছাড়া এতে রয়েছে অঞ্চলটির প্রথম নেট শূন্য কার্বন বিল্ডিং।
মূলত নতুন টার্মিনালটি খলিফা বন্দরের সম্প্রসারণ পরিকল্পনার অংশ, যা ২০১২ সালে চালু হয়েছিল। বর্তমানে এটি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ও সবচেয়ে দক্ষ বন্দরগুলোর মধ্যে একটি।
এডি পোর্টস গ্রুপের সিইও ক্যাপ্টেন মোহাম্মদ আল শামসি বলেন, ‘নতুন টার্মিনালটি বিশ্ব বাণিজ্যে আবুধাবির গুরুত্ব বাড়ানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে বৈচিত্র্য তৈরিতেও সহায়তা করবে।’— দ্য ন্যাশনাল