কোকাকোলা ইউরোপ প্যাসিফিক পার্টনার্স বেলজিয়াম এএফপিকে জানিয়েছে, এসব বোতল ও ক্যানগুলো গত নভেম্বর থেকে বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও লুক্সেমবার্গে বিক্রি হয়ে আসছিল। কোকাকোলা ক্লোরেট কেমিকেল থাকা মোট বোতল বা ক্যানের সংখ্যা না জানালেও এ সংখ্যা উল্লেখযোগ্য হবে বলে ধারণা করছে।
ক্লোরেট কিছু খাবারে পাওয়া যায়, কারণ এটি পানি পরিশোধন এবং খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাপকভাবে ব্যবহৃত ক্লোরিন জীবাণুনাশক থেকে পাওয়া যায়।
ইউরোপীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ সতর্ক করেছে উচ্চ মাত্রার ক্লোরেট দীর্ঘমেয়াদে মানব শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। বিশেষ করে আয়োডিনের ঘাটতি থাকা শিশুদের ক্ষেত্রে এটি আরো বেশি ক্ষতি করতে পারে।
ক্লোরেট থাকা বেশিরভাগ পণ্য এরই মধ্যে দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং বাকিগুলো সরিয়ে নিতে কাজ করছে বলে জানিয়েছে কোকাকোলা। তবে কোকাকোলার ফরাসি শাখা জানিয়েছে, বিশেষজ্ঞরা এ ঝুঁকি খুব কম বলে মনে করেছেন এবং এখন পর্যন্ত কোনো অভিযোগের খবর পাওয়া যায়নি।