কোকাকোলার ইউরোপীয় বোতলজাতকরণ ইউনিটে উচ্চ মাত্রার ক্লোরেট কেমিকেল পবার পর স্বাস্থ্যের ঝুঁকির কথা মাথায় রেখে কোক, স্প্রাইট এবং অন্যান্য পানীয় বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি বেলজিয়ামের ঘেন্টের একটি কারখানায় রুটিন চেকিংয়ের সময় ক্যান ও কাচের বোতলে ক্লোরেট কেমিকেলের অস্তিত্ব পাওয়া যায়। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।