মাইক্রোসফটের সিইও জানান, ১৪০ কোটি মানুষের ভারত আগামী দিনের এআই প্রযুক্তি ক্ষেত্রে একটি মূল খেলোয়াড় হয়ে উঠছে।
তিনি আরো জানান, ২০৩০ সালের মধ্যে এক কোটি ভারতীয়কে এআই প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার নিয়েছে হাতে মাইক্রোসফট। এবারের ভারত সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করে মাইক্রোসফটের বিনিয়োগ পরিকল্পনাকে তুলে ধরেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী মাইক্রোসফটের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান।
মাইক্রোসফট ইতোমধ্যে একাধিক বিনিয়োগ করেছে ভারতে। যার মাধ্যমে প্রায় ২৩ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
সম্প্রতি মাইক্রোসফট এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের জন্য ডাটা সেন্টারগুলোতে প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করেছে।