আন্তর্জাতিক বাণিজ্য
0

স্টেলান্টিসের ওহাইও জিপ কারখানায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে জিপ কারখানায় ১ হাজার ১০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থেকে সরে এসেছে স্টেলান্টিস। গতকাল শনিবার কোম্পানিটি নিশ্চিত করেছে যে পূর্ব ঘোষণা অনুসারে ২০২৫ সালের ৫ জানুয়ারি কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না। নতুন বছরে কর্মীরা যথারীতি নিজেদের কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছে কোম্পানিটি।

সিইও কার্লোস তাভারেসকে অপসারণ এবং উত্তর আমেরিকায় স্টেলান্টিসের পরিচালনা কৌশল পুনর্মূল্যায়নের পরে এই সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি বছরের নভেম্বরে বিক্রি কমে আসার কারণে স্টেলান্টিস কারখানার শিফট কমিয়ে আনা এবং ৪০০ কর্মীকে থার্ড পার্টির পরিষেবার কাছে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল।

তাভারেস যাওয়ার পর থেকে স্টেলান্টিস পরিচালনা পদ্ধতির পুনর্মূল্যায়ন করেছে। এদিকে কোম্পানিটির নতুন অন্তর্বর্তী সিইও ফ্রান্স ও ইতালিতে গাড়ি তৈরি ও বিনিয়োগের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।—ব্লুমবার্গ

এএম