পাকিস্তানের বাজারে ইভি নির্মাতা প্রথম কোম্পানি হিসেবে প্রবেশ করতে যাচ্ছে বিওয়াইডি। যদিও বাজার বিশ্লেষকরা জানিয়েছেন দেশটি এখন পর্যন্ত পর্যাপ্ত চার্জিং অবকাঠামো তৈরি হয়নি।
বিওয়াইডির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জেনারেল ম্যানেজার লিউ জুয়েলিয়াং বলেন, ‘গ্রাহকদের কাছে আধুনিক গাড়ি পৌঁছে দেয়াই শুধু লক্ষ্য নয়। এছাড়াও পরিবেশগত দায়িত্ব এবং প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে জানানোও অন্যতম বিষয়।’
করাচি, লাহোর ও ইসলামাবাদে তিনটি ফ্ল্যাগশিপ স্টোর ও এক্সপেরিয়েন্স স্টোর চালুর কথাও ভাবছে বিওয়াইডি। লাহোরে অনুষ্ঠিত এক ইভেন্টে কোম্পানি এ কথা জানিয়েছিল। সে সময় ২০২৪ সালের চতুর্থ প্রান্তিক থেকে দুই মডেলের এসইউভি ও সেডান বিক্রির কথাও জানানো হয়।
মেগা মোটর পাকিস্তানের সবচেয়ে বড় প্রাইভেট ইউটিলিটি হাব পাওয়ার কোম্পানি লিমিটেডের একটি ইউনিট। এটি হাবকো নামে পরিচিত।
হাবকোর প্রধান নির্বাহী কামরান কামাল বলেন, ‘আমরা পাকিস্তানের প্রথম এনইভি অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি করবো। যেখানে বিওয়াইডির উন্নত প্রযুক্তি সম্পন্ন বিদ্যুৎচালিত গাড়ি তৈরি করা হবে।’
আগামী দুই বছরের মধ্যে কারখানাটির কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছিলেন তিনি। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন শহর, সড়ক ও মহাসড়কে ফাস্ট চার্জিং স্টেশন স্থাপনে হাবকো কাজ করবে বলেও জানানো হয়েছে।