সম্প্রতি প্রান্তিক হিসেবে বিক্রি কমার কথা জানিয়েছে ফাস্ট ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডস। সম্প্রতি রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
মূল্যস্ফীতির কারণে গ্রাহকরা কম খরচে বাসায় খাবার গ্রহণে বেশি আগ্রহী হয়ে উঠেছে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। ফলে ম্যাকডোনাল্ডস বড় পরিসরে গ্রাহক হারিয়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যানুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির বিক্রি ১ শতাংশ কমেছে। গত ১৩ প্রান্তিকের মধ্যে এটি বিক্রিতে প্রথম অবনমনের চিত্র। যেখানে বিশ্লেষকরা দশমিক ৫৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।
মূল্যস্ফীতির প্রভাবে ম্যাকডোনাল্ডসের বার্গার ও পিজ্জার দামও বেড়েছে। ক্রমশ দাম বাড়তে থাকায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ ঘরে তৈরি খাবারের ওপর নির্ভরশীল হয়েছে। এর প্রভাবে ম্যাকডোনাল্ডস-ডমিনোসের পিজ্জাসহ ফাস্ট ফুডের চাহিদা ও বিক্রি কমেছে। এসব গ্রাহকদের ফিরিয়ে আনার জন্য কোম্পানিগুলো ভ্যালু বান্ডেল অফার চালু করে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির বিক্রি দশমিক ৭ শতাংশ কমেছে। যেখানে আগের বছরের একই সময় বিক্রি ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও বিক্রি কমেছে ১ দশমিক ১ শতাংশ। বিশেষ করে ফ্রান্সে বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। যেখানে আগের বছর কোম্পানি ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে।
চীন ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ম্যাকডোনাল্ডসের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি কমেছে ১ দশমিক ৩ শতাংশ।
এছাড়া গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ স্বরূপ গ্রাহকদের বয়কটের কারণেও ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে।