সম্প্রতি সমাধানের বিষয়ে জানিয়েছে টয়োটা। শিগগিরই সব ট্রাক ও গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে দেয়া হবে। সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০২২ ও ২০২৩ সালের টয়োটা তুন্দ্রা ও লেক্সাস এলএক্স ৬০০এস। তবে গ্যাসোলিনে চালিত বাহনগুলোই শুধু ইঞ্জিন পরিবর্তনের এ সুবিধা পাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। তুন্দ্রার হাইব্রিড ভার্সনও রয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এসব বাহনের অনেকগুলো ইউনিটের ইঞ্জিনে যন্ত্রাংশের ধ্বংসাবশেষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ থেকে গাড়ি চলার সময় ভেতরে অন্যরকম শব্দ হতো এবং স্বাভাবিকভাবে চলত না। কোনো কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছিল।
টয়োটার ডিলাররা বিনা খরচে গ্রাহকদের গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে দেবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কোম্পানি। তবে এত পরিমাণ ইঞ্জিন পরিবর্তনে কী পরিমাণ খরচ হবে সে বিষয়ে টয়োটার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
টয়োটাই যে প্রথমবার ট্রাক ও গাড়ির ইঞ্জিন পরিবর্তন করছে তা নয়। এর আগে ২০১৫ সালে একই ধরনের সমস্যার জন্য হুন্দাই কোম্পানি তাদের সোনাটা মডেলের ৪ লাখ ৭০ হাজার গাড়ি প্রত্যাহার করে নেয়। সে সময় কিছু গাড়ির ইঞ্জিন পরিবর্তনের কথাও বলা হয়েছিল। অন্যদিকে হোন্ডা কোম্পানিও গত বছর আড়াই লাখের বেশি গাড়ি প্রত্যাহার করে নিয়েছে।