আন্তর্জাতিক বাণিজ্য
0

সৌদির জ্বালানি তেল বহির্ভূত রপ্তানি ৭৭০ কোটি ডলার ছাড়িয়েছে

জ্বালানি তেল উত্তোলন, পরিশোধন ও বাজারজাতের দিক থেকে বিশ্ববাজারে সৌদি আরব বেশ পরিচিত। তবে দেশটি বর্তমানে জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এর অংশ হিসেবে জ্বালানি তেল বাদ দিয়েই সৌদির রফতানি ৭৭০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ২ শতাংশ বেশি।

সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) তথ্যানুযায়ী, এপ্রিলের তুলনায় জ্বালানি তেল বহির্ভূত খাতের রপ্তানি ২৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

অর্থনীতিতে পরিবর্তন আনার পাশাপাশি জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমানোর অংশ হিসেবে অন্যান্য খাত নিয়ে কাজ করছে সৌদি প্রশাসন। যার পরিপ্রেক্ষিতে রপ্তানিতে প্রবৃদ্ধি দেখতে পাচ্ছে দেশটি। একই সময়ে মার্চেন্ডাইজিং খাতের রফতানিও আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

সামগ্রিকভাবে দেশটির মোট রপ্তানিতে জ্বালানি তেলের প্রভাব কিছুটা কমেছে। ২০২৩ সালের মে মাসে যেখানে এর হার ছিল ৭৩ শতাংশ চলতি বছর তা ৭২ দশমিক ৪ এ নেমে এসেছে। জিএএসটিএটি জানায়, জ্বালানি তেল বহির্ভূত খাতের রপ্তানি-আমদানির হার ২০২৩ সালের ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪১ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, রাসায়নিক বিভিন্ন পণ্যের উৎপাদন জ্বালানি তেল বহির্ভূত খাতের শীর্ষে রয়েছে। মে মাসে মোট রপ্তানির ২৩ দশমিক ৮ শতাংশই ছিল রাসায়নিক পণ্য। অন্যদিকে বছরওয়ারি হিসেবে দেশটির আমদানি ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭ হাজার ২৪ কোটি সৌদি রিয়াল ছাড়িয়ে গেছে। জিএএসটিএটির তথ্যানুযায়ী, ২৬ দশমিক ৭ শতাংশ আমদানির মাধ্যমে খাতের শীর্ষে ছিল মেশিনারি, বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রাংশ।– আরব নিউজ

এই সম্পর্কিত অন্যান্য খবর