আন্তর্জাতিক বাণিজ্য
0

জাপানি রাবারের সরবরাহমূল্য নিম্নমুখী, আরও কমার ইঙ্গিত

আসিফ হোসেন

জাপানি রাবারের সরবরাহমূল্য নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এর প্রেক্ষিতে সরবরাহমূল্য দুই মাসের সর্বনিম্নে নেমে এসেছে। আগামীতে এই দাম আরও কমার ইঙ্গিত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। মূলত চীনের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি ও ইয়েনের মুদ্রামানের প্রভাবে মূল্যে নেতিবাচক প্রভাব পড়েছে।

ডিসেম্বরের জন্য দ্য ওসাকা এক্সচেঞ্জে রাবারের সরবরাহমূল্য প্রতি কেজিতে ৫ দশমিক ৮ ইয়েন বা ১ দশমিক ৮১ শতাংশ কমে ৩১৫ দশমিক ৩ ইয়েনে নেমে এসেছে। এছাড়াও মূল্য হার একদিনের সর্বনিম্ন ৩১২ দশমিক ৮ ইয়েন স্পর্শ করেছে, যা ১৫ মে এর পর সবচেয়ে কম।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) রাবারের সরবরাহমূল্য ২৬৫ ইয়েন বা ১ দশমিক ৮৩ শতাংশ কমে প্রতি টন ১৪ হাজার ২৫০ ইয়েনে নেমে এসেছে।

চীনের পাঁচটি প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আমানতের হার কমিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে চলতি সপ্তাহেই ঋণ দানের জন্য সুদ হারে বড় পরিবর্তন এনেছে দেশটি। মূলত আর্থিকভাবে আরও উদ্দীপনা দেয়ার মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে এ উদ্যোগ নিয়েছে দেশটি।

অন্যদিকে ডলারের বিপরীতে বিনিময় হার ১ শতাংশ বেড়ে ১৫৩ দশমিক ২৩ ইয়েনে উঠে এসেছে, যা মে মাসের পর সর্বোচ্চ। এছাড়াও আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ব্যাংক অব জাপানের বৈঠকের আগে কয়েক মাসের হিসেবে সর্বোচ্চ অবস্থায় রয়েছে।-রয়টার্স

এএইচ