আন্তর্জাতিক বাণিজ্য
0

টয়োটা মোটরের মুনাফা বেড়েছে ১৭ শতাংশ

বছরের প্রথম প্রান্তিক শেষে টয়োটা মোটরের পরিচালন মুনাফা বেড়েছে ১৭ শতাংশ। খরচ কমানোর উদ্যোগের পাশাপাশি ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার দুর্বল থাকায় মুনাফা বেড়েছে বলে জানিয়েছে জাপানের এ গাড়ি নির্মাতা।

জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে জাপানের এ অটোমেকারের মুনাফা ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন বা ৮৭০ কোটি ডলারে পৌঁছেছে। যা লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ ও ছয় বিশ্লেষকের দেয়া পূর্বাভাসের কাছাকাছি।

এক বিবৃতিতে টয়োটা জানায়, সার্টিফিকেশন, নষ্ট হয়ে যাওয়া গাড়ি ফিরিয়ে নেয়া থেকে শুরু করে কোম্পানি বিভিন্ন সমস্যার মধ্যে ছিল। সে কারণে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যেও স্টেকহোল্ডারদের সহায়তার কারণে ভালো মুনাফা হয়েছে।

চীনের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি সার্টিফিকেশন সংক্রান্ত সমস্যার কারণে জাপানে টয়োটা এবং লেক্সাস ব্র্যান্ডের গাড়ি বিক্রি কমেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রান্তিকের হিসেবে কোম্পানিটির গাড়ি বিক্রি ৩ শতাংশ কমেছে। যেখানে পেট্রোল ও বিদ্যুচ্চালিত হাইব্রিড গাড়ি বিক্রির হার দুই পঞ্চমাংশ।

সার্বিকভাবে টয়োটা পুরো বছরের জন্য ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা ধরে রেখেছে। যেখানে ১৮ জন বিশ্লেষক ৫ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

জাপানের কোম্পানিটি বর্তমানে সার্টিফিকেশন সংক্রান্ত একাধিক অভিযোগের কারণে আইনি জটিলতায় রয়েছে। যা একই সঙ্গে কোম্পানির সুনাম নষ্ট করছে। সম্প্রতি দেশটির পরিবহণ মন্ত্রণালয় এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে টয়োটাকে নির্দেশ দিয়েছে।— রয়টার্স

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর