আন্তর্জাতিক বাণিজ্য
0

ভিয়েতনামে আরো তিনটি নতুন গাড়ি উন্মোচন করবে বিওয়াইডি

ভিয়েতনামের বাজারে আরো তিনটি নতুন গাড়ি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে চীনের অটোমেকার কোম্পানি বিওয়াইডি। চলতি বছরের অক্টোবরে এগুলো বাজারে আনা হবে বলে জানা গেছে। বিওয়াইডি ভিয়েতনামের চিফ অপারেশনস অফিসার ভো মিন লুক জানান, গাড়ি বাজারজাতের পাশাপাশি ২০২৬ সাল নাগাদ ডিলারের সংখ্যা ১০০ তে উত্তীর্ণের লক্ষ্যমাত্রাও রয়েছে।

ভিয়েতনামের বাজারে আরো তিনটি নতুন গাড়ি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে চীনের অটোমেকার কোম্পানি বিওয়াইডি। চলতি বছরের অক্টোবরে এগুলো বাজারে আনা হবে বলে জানা গেছে। বিওয়াইডি ভিয়েতনামের চিফ অপারেশনস অফিসার ভো মিন লুক জানান, গাড়ি বাজারজাতের পাশাপাশি ২০২৬ সাল নাগাদ ডিলারের সংখ্যা ১০০ তে উত্তীর্ণের লক্ষ্যমাত্রাও রয়েছে।

চলতি সপ্তাহেই তিনটি পিওর ইলেকট্রিক মডেল উন্মোচন করেছে চীনের এ ইভি নির্মাতা কোম্পানি। এর মাধ্যমে কোম্পানিটি প্রথমবারের মতো বিধিনিষেধের মধ্যেও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের চেষ্টা চালালো।

শেনজেনভিত্তিক কোম্পানিটি ভিয়েতনামের বাজারে দ্য ডলফিন, দ্য কমপ্যাক্ট ক্রসওভার অ্যাটো থ্রি এবং মাঝারি আকারের দ্য সিল উন্মোচন করেছে। তবে জুন মাস থেকে কোম্পানি গাড়ি বিক্রির জন্য ক্রেতাদের কাছ থেকে প্রি-অর্ডার নিচ্ছে।

ভো মিন লুক বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সবশেষ দেশ হিসেবে ভিয়েতনামে প্রবেশ করেছে বিওয়াইডি। সেই সঙ্গে কোম্পানির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার।’ অক্টোবরে আরো তিনটি গাড়ি বাজারজাতের পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি। চলতি সপ্তাহে ভিয়েতনামে ১৩টি রিটেইল স্টোর চালুর কথাও কোম্পানি সূত্রে জানা গেছে।-রয়টার্স

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর