কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে গবেষকের সতর্কতা

প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। মূলত এটি নিয়ে প্রযুক্তি জায়ান্টদের উন্মত্ত প্রতিযোগিতা এ খাতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সতর্ক বার্তা দিয়েছেন টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী ইয়োশুয়া বেনজিও।

প্যারিস গ্লোবাল সামিটে এ শীর্ষস্থানীয় গবেষক তার তত্ত্বাবধানে সংকলিত প্রথমবারের মতো আন্তর্জাতিক এআই নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন উপস্থাপনের সময় এ বার্তা দেন।

বেনজিও তার বক্তব্যে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট ও সাইবার হামলার মতো ঝুঁকির কথা তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে সতর্ক করেন।

তিনি সম্প্রতি দ্রুত বাজারে ছড়িয়ে পড়া চীনের এআই মডেল ডিপসিককে ইঙ্গিত করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা দ্রুততার সঙ্গে বাড়ছে, যা প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে ভালো ইঙ্গিত বহন করে না।

তিনি আরো শক্তিশালী আন্তর্জাতিক আইন এবং এআই নিরাপত্তা নিয়ে গবেষণার আহ্বান জানান। তার আশঙ্কা সরকারের হস্তক্ষেপ ছাড়া অনিয়ন্ত্রিত এআইয়ের কারণে মানব সভ্যতা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারি।—ফ্রি মালয়েশিয়া টুডে।

এএম