প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

গুগল সার্চ ইঞ্জিনে বড় পরিবর্তন আসছে

নতুন বছরে গুগল সার্চ ইঞ্জিনকে ঢেলে সাজাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই। বিওয়াইটি ডিলবুক সামিটে বক্তব্য রাখতে গিয়ে সুন্দর পিচাই গুগল সার্চে আরো উন্নত জেনারেটিভ এআই ফিচার যুক্ত করার কথাও জানান।

এরই সঙ্গে গুগলের সিইও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তির জন্য ওপেনএআইয়ের ওপর নির্ভর করার জন্যও মাইক্রোসফটের সমালোচনা করেন। তিনি বলেন এ কারণে মাইক্রোসফট আগামীতে এআই প্রযুক্তিতে পিছিয়ে পড়বে।

গুগল এরই মধ্যে তার সার্চ ইঞ্জিনে বিভিন্ন ফিচারসহ জেমিনি এআই সিস্টেম চালু করেছে। যা ইতোমধ্যে বেশ কয়েকটি বড় আপডেট পেয়েছে। এর মধ্যে রয়েছে এআই ওভারভিউ, যা ব্যবহারকারীদের জন্য দ্রুত কোনো বিষয়ের সারাংশ তৈরিতে সাহায্য করে।

এছাড়া গুগল লেন্স জেমিনি এআই সিস্টেমের মাল্টিমোডাল ব্যবহার করে প্রথমবারের মতো ভিডিও ইনপুটের মাধ্যমেও কাজ করতে পারে।

এদিকে গুগল নতুন বছরে আপগ্রেডের মাধ্যমে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) তৈরিতে কাজ করবে জানিয়েছে। যা মাইক্রোসফ্টের বিপরীতে গুগলকে এআই প্রযুক্তিতে এগিয়ে রাখবে। এজন্য গুগল তার সহায়ক সংস্থা ডিপমাইন্ডের সঙ্গে কাজ করে ইন-হাউস এআই উন্নয়ন করবে বলে জানা গেছে।

এএম