প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

পোস্ট পর্যালোচনায় অ্যানালিটিক্স ফিচারের পরীক্ষা চালাচ্ছে থ্রেডস

কনটেন্ট নির্মাতা থেকে শুরু করে সব ব্যবহারকারীদের সুবিধার্তে নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে থ্রেডস। প্লাটফর্মে দেয়া কোনো পোস্ট কেমন পারফর্ম করছে সে বিষয়ে জানার সুবিধা দিবে এ ফিচার।

অ্যানালিটিক্স ফিচারের মাধ্যমে পোস্টের রিচ, কমেন্ট দেখা যাবে। এ ফিচারেরেই এক্সপ্যান্ডেড ভার্সন যাচাই করছে মেটা মালিকানাধীন এ প্লাটফর্ম। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডাম মোসেরি।

এখন পর্যন্ত থ্রেডসে ইনসাইট নামের একটি ফিচার দেয়া হয়েছে। তবে এতে সব পোস্টের একটি গড় পরিসংখ্যান দেখাতো। ফলে কোন পোস্টটি ভালো করছে সে বিষয়ে জানার উপায় ছিল না।

প্রযুক্তিবিশারদদের মতে, নতুন অ্যানালিটিক্স ফিচারের মাধ্যমে নির্দিষ্ট পোস্টের ভিউ ও ইন্টার‌্যাকশন সম্পর্কে জানা যাবে। এমনকি ফলোয়ার ও নন-ফলোয়ার সম্পর্কেও জানা যাবে।

এক পোস্টে অ্যাডাম মোসেরি জানান, এখন থেকে যারা কাউকে ফলো করে তার পোস্ট আরো বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। তীব্র সমালোচনার পর সম্প্রতি ফর ইউ অ্যালগরিদমে পরিবর্তন এনেছে থ্রেডস। এর মাধ্যমে যাকে ফলো করা হচ্ছে তার আরো পোস্ট ফিডে আসবে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন এ পরিবর্তনের ফলে থ্রেডসের পোস্টে সমালোচনা করার সুবিধা বা অপশনও যুক্ত হবে। এছাড়াও বিজ্ঞাপন পরিচালনার ক্ষেত্রে নতুন ফিচারটি বিভিন্ন ধরণ সম্পর্কে জানতে সহায়তা করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচ