প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

থ্রেডসের জন্য কাস্টম ফিডের পরীক্ষা চালাচ্ছে মেটা

ব্লুস্কাই ও থ্রেডসের মধ্যে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য থ্রেডসে প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করছে মেটা। যার মধ্যে ব্লুস্কাইয়ের মতো কাস্টম ফিড ফিচারও রয়েছে। বর্তমানে থ্রেডসে টপিক নির্ভর ফিড যুক্ত করে রাখার মতো সুবিধা নিয়ে কাজ করছে মেটা। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যানুযায়ী, নতুন ফিচারটি ব্যবহারকারীদের সাধারণ ফিচারের পরিবর্তে ফিডে নতুন অভিজ্ঞতা দেবে। সাধারণ ফিডের পাশাপাশি ব্যবহারকারী নতুন ফিড কাস্টমাইজ করতে পারবে। যেখানে স্কিনকেয়ার থেকে শুরু করে বিভিন্ন বিষয় থাকতে পারে।

আলাদা ফিড তৈরির পর ব্যবহারকারী চাইলে সেখানে নির্ধারিত চ্যানের বা ব্যবহারকারীকে যুক্ত করতে পারবে। যাদের কন্টেন্টগুলো পরে ফিডে দেখা যাবে।

পরবর্তীতে চাইলে নির্দিষ্ট প্রোফাইল যুক্ত করা যাবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, অ্যাপে সর্বোচ্চ ১২৮টি কাস্টম ফিড যুক্ত করা যাবে। মেটার এক মুখপাত্র জানান, পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এখনো ফিচার বা সুবিধাটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছায় নি।

প্রযুক্তি বিশারদদের মতে, এটি অনেকটা ব্লুস্কাইয়ের কাস্টম ফিড ফিচারের মতো। গত বছর কোম্পানি এ ফিচার চালু করেছে।

এএইচ