থ্রেডসের জন্য কাস্টম ফিডের পরীক্ষা চালাচ্ছে মেটা
ব্লুস্কাই ও থ্রেডসের মধ্যে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য থ্রেডসে প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করছে মেটা। যার মধ্যে ব্লুস্কাইয়ের মতো কাস্টম ফিড ফিচারও রয়েছে। বর্তমানে থ্রেডসে টপিক নির্ভর ফিড যুক্ত করে রাখার মতো সুবিধা নিয়ে কাজ করছে মেটা। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।