প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চিপ ডিজাইন প্রযুক্তি শেয়ার করবে র‌্যাপিডাস ও ডেনসো

উন্নত চিপ তৈরিতে প্রযুক্তি শেয়ার করবে নির্মাতা কোম্পানি র‌্যাপিডাস ও অটো সরবরাহকারী ডেনসো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও স্বচালিত গাড়িতে এ চিপ ব্যবহার করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে চলমান প্রতিযোগিতায় জাপানের চিপ কোম্পানির অবস্থান মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈশ্বিক পর্যায়ে সেমিকন্ডাক্টর সরবরাহ চেইনের বিকাশে আট সদস্যের গ্রুপ তৈরি করেছে সেমি। এটি একটি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি গ্রুপ। এ দুটি জাপানিজ কোম্পানিও গ্রুপের সদস্য। অন্য সদস্যদের মধ্যে রয়েছে জাপানিজ সফটওয়্যার ডেভেলপার কোম্পানি জুকেন ও জার্মান প্রযুক্তি গ্রুপ সিমেন্স।

প্রযুক্তিবিদদের মতে প্রথমবারের মতো, জাপানের দুটি কোম্পানি অ্যাডভান্সড চিপ তৈরি ও ব্যবহার নিশ্চিতে একত্রে কাজ করার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে আরো কোম্পানিকে আমন্ত্রণ জানানো হবে বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।

পারতপক্ষে কোম্পানি ও পণ্যের ধরন অনুযায়ী চিপের ডিজাইন করা হয়ে থাকে। এক্ষেত্রে চিপের সক্ষমতা কাছাকাছি হতে পারে। এদিক থেকে ব্যাসিক ডিজাইন শেয়ার করার মাধ্যমে কোম্পানি দুটি কমন ডিজাইন সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আশাবাদী।

সংশ্লিষ্টদেরি অভিমত, আরো কোম্পানি যদি যুক্ত হয় তাহলে চিপের গুণগত মান আরো উন্নত হবে। এদিকে থেকে কোম্পানি দুটি অভ্যন্তরীণ পর্যায়ে বিভিন্ন উপাদান ও যন্ত্রাংশের সরবরাহ পাওয়ার ব্যাপারে আশাবাদী।

এএইচ