প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

হিউম্যানয়েড, শেফসহ নানারকম রোবট নিয়ে শুরু হয়েছে 'ওয়ার্ল্ড রোবট কনফারেন্স-২০২৪'

গেলবারের ধারাবাহিকতায় এবারও চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে 'ওয়ার্ল্ড রোবট কনফারেন্স-২০২৪'। আর এতে বরাবরের মতোই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে হুবহু মানুষের মতো দেখতে 'হিউম্যানয়েড রোবট'। এছাড়াও, দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির শেফ রোবট, যা কনফারেন্সে অংশ নেয়া অতিথিদের খাবার তৈরি করে দিচ্ছে। রোবটিক্স প্রযুক্তিতে চীন প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গেলেও, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, চীন সাশ্রয়ী মূল্যে রোবট বাজারে ছাড়লে ব্যবসা পরিচালনায় বিপাকে পড়বে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

খাবার পছন্দ করছেন আর অর্ডার দিচ্ছেন। অর্থ পরিশোধের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে আপনার খাবার। এই খাবার কোনো মানুষ নয়, তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তির 'শেফ রোবট'। আর সেই খাবার রোবটের হাত দিয়ে চলে আসছে আপনার হাতে। চীনের রাজধানী বেইজিংয়ের 'ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে' এবার দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে রয়েছে বিশেষায়িত এই রোবট।

একজন যাত্রী বলেন, 'কিউআর কোড আছে, আপনার পছন্দ করতে হবে কোনটি নিতে হবে। এরপর অর্ডার দিয়ে বিল পরিশোধ করতে হবে, মেশিনই খাবার তৈরি শুরু করে দেবে।'

শুধু শেফ রোবট নয়, রোবট কনফারেন্সে চীন এবার নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির আরও অন্তত ২০ ধরনের রোবট। এর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে অবিকল মানুষের মতো দেখতে 'হিউম্যানয়েড রোবট'। যাদের চামড়া, চুল, অবয়ব দেখলে মনেই হবে না যে, এরা মানুষ নয়। কেবল অবয়ব নয়, চেহারায় হুবহু মানুষের মতো আবেগ ও অনুভূতিও ফুটিয়ে তুলতে পারে এই রোবট।

একজন রোবটিক্স ইঞ্জিনিয়ার বলেন, 'মনে হচ্ছে রোবটিক্সে আমরা বেশ ভালো করছি। তবে, আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।'

হিউম্যানয়েড রোবটের পাশাপাশি এবারের কনফারেন্সে জনপ্রিয়তা পেয়েছে রোবট কুকুর। প্রদর্শনীতে অংশ নিয়েছে রোবটিক্স উদ্ভাবনের শীর্ষস্থানীয় কোম্পানি আর গবেষণা প্রতিষ্ঠান। ২১ আগস্ট শুরু হওয়া এই রোবট কনফারেন্স চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

তবে, বিভিন্ন রোবটিক্স প্রতিষ্ঠান বলছে, চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে হিউম্যানয়েড রোবট তৈরির প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। ইউরোপের অভিযোগ, চীন ইউরোপের প্রতিষ্ঠানগুলোর তুলনায় ২০ থেকে ৩০, এমনকি কখনও কখনও ৫০ শতাংশ কম মূল্যে বাজারে রোবট বিক্রি করছে। তারা অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করছে, ফলে দিনদিন বিপাকে পড়ছে ইউরোপের রোবট প্রযুক্তি।

সাম্প্রতিক সময়ে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এই হিউম্যানয়েড রোবট নিয়ে বেশ আশাবাদী মন্তব্য করেছে। তবে, ২০২৫ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এই রোবট বাজারে বিক্রির পরিকল্পনা করছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। যদিও, ধারণা করা হচ্ছে, চীনের দাম কমানোর কারসাজির কারণে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কঠিন হবে ব্যবসা পরিচালনা করা।

tech