প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আরো দুটি ফোল্ডেবল ডিভাইস আনবে অ্যাপল

স্মার্টফোন হিসেবে ফোল্ডেবল ডিভাইস বর্তমানে বেশ জনপ্রিয়। এতদিন পিছিয়ে থাকলেও সম্প্রতি অ্যাপলও এ ক্যাটাগরিতে প্রবেশ করেছে। এর অংশ হিসেবে চলতি বছর বেশ কিছু পণ্য বাজারজাত করবে কোম্পানিটি। এর পাশাপাশি ২০২৬ সালে নতুন দুটি ফোল্ডেবল ডিভাইসও আনবে প্রযুক্তি কোম্পানিটি।

প্রযুক্তি বিশ্লেষক জেফ পু এ বিষয়ে জানিয়েছেন। তার তথ্যানুযায়ী, প্রথম ডিভাইসটি একটি ফোল্ডেবল আইফোন হতে পারে। এর মাধ্যমে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে আরো ভালোভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

আইপ্যাড ও ম্যাকের মিশ্রণে দ্বিতীয়টি একটি হাইব্রিড ডিভাইস হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তিবিদদের মতে, নতুন এ ডিভাইসটি একই সঙ্গে ট্যাবলেট ও ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

সম্প্রতি এসব গুঞ্জন বেশ আলোচিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন বলছে, জুলাই মাসে ফোল্ডেবল আইফোনের ডিসপ্লে সরবরাহে একটি চুক্তি করেছে অ্যাপল। এ ডিভাইসটিকে ক্ল্যামশেল ডিজাইন ব্যবহার করা হবে এবং ২০২৬ সালের শেষ নাগাদ বাজারে আসতে পারে।

হাইব্রিড আইপ্যাড বা ম্যাক ডিভাইসে ১৮ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। বিশ্লেষক জেফ পুর তথ্যানুযায়ী, দুটি ডিভাইসটি ২০২৬ সালে বাজারে আসবে। তবে হাইব্রিড আইপ্যাড বা ম্যাক প্রথম বাজারে আসতে পারে।

অ্যাপলের বিপরীতে অধিকাংশ কোম্পানি এরইমধ্যে ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করেছে। ২০১৯ সাল থেকেই স্যামসাং ফোল্ডেবলের উন্নয়নে বিনিয়োগ করেছে এবং করছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর