ফিচার দুটি হলো কুইক শেয়ার প্রাইভেট শেয়ারিং এবং স্যামসাং ক্লাউড এনহ্যান্সড ডাটা প্রটেকশন। গিজমোচায়না প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্যানুযায়ী, এটি মূলত বিল্ট ইন প্রাইভেসি নির্ভর ফাইল শেয়ারিং ফিচার। ফলে কোনো সমস্যা বা ঝামেলা ছাড়াই যেকোনো ফাইল শেয়ার করা যাবে এবং এগুলো অনলাইন বা অন্য কোথাও দেখা যাবে না।
প্রাইভেট শেয়ারিং ফিচারের মাধ্যমে কে বা কারা ফাইল দেখতে পারবে সে বিষয়টি নির্ধারণ করে দেয়া যাবে। ফলে যাকে অনুমতি দেয়া হবে শুধু সে বা তারাই ফাইল চালু করতে ও দেখতে পারবে। এছাড়াও ব্যবহারকারী চাইলে নির্ধারিত সময় পর্যন্ত ফাইল দেখার সিস্টেমও চালু করতে পারবে।
এছাড়াও চাইলেও যে কেউ গুগল ড্রাইভের মতো ফাইলকে ভিউ অনলি মোডে রাখতে পারবে। এতে করে অন্য কেউ ফাইল পুনরায় শেয়ার করা বা এর তথ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা একবারে ২০টি ফাইল আদান প্রদান করতে পারবে এবং সর্বোচ্চ ২০০ মেগাবাইট সাইজের ফাইল ব্যবহার করা যাবে। কোম্পানির তথ্যানুযায়ী, এ ফিচারের জন্য ব্লকচেইন ভিত্তিক এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফিচারটি ব্যবহারের জন্য কোনো ফাইল নির্বাচন করে কুইক শেয়ারে প্রবেশ করতে হবে। সেখানে থাকা থ্রি ডট মেন্যু থেকে প্রাইভেট শেয়ারিং চালু করতে হবে। একবার মেসেজ পাঠানো হয়ে গেলে কোন ফাইল পাঠানো হয়েছে সেটি দেখার পাশাপাশি কতক্ষণ বা কারা এটি দেখতে পারবে সেটিও নির্ধারণ করে দেয়া যাবে।
বিবৃতিতে স্যামসাং জানায়, এনহ্যান্সড ডাটা প্রটেকশনের কারণে স্যামসাং ক্লাউডে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে।