বিদেশে এখন
0

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের শ্রদ্ধা

বিমান দুর্ঘটনায় নিহত ১৭৯ যাত্রী প্রতি শ্রদ্ধা জানালেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশটির বিমান পরিচালনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিরীক্ষার নির্দেশ দিয়ের পর সোমবার নিহত আরোহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর নিহতদের জন্য আয়োজিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষও। প্রাণঘাতি দুর্ঘটনার পর যেকোনো সহায়তায় দক্ষিণ কোরিয়ার পাশে থাকার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তদন্তকারীরা দুর্ঘটনার সম্ভাব্য কারণ পাখির আঘাত এবং আবহাওয়ার পরিস্থিতি মাথায় রেখে তদন্ত করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া দুর্ঘটনার পর বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানের ওপর বিশেষ পরিদর্শন ও পর্যালোচনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।

এএইচ