তবে প্রযুক্তিবিদদের মতে অক্টোবর নাগাদ এটি আসতে পারে। বিশেষ করে প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান জানান, আইওএস ও আইওপ্যাডওএস ১৮.১ এর সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্স আসতে পারে।
চলতি সপ্তাহে এসব অপারেটিং সিস্টেমের বেটা ভার্সন ডেভেলপারদের জন্য চালু করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। কিছু এআই ফিচারও চালু করা হবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রাথমিক পর্যায়ে অ্যাপল ইন্টেলিজেন্স সব ধরণের ফিচার ব্যবহারের সুবিধা দেবে না। এর মধ্যে আগামী বছরের আগে এআইনির্ভর সিরি প্রকাশ্যে আসবে না।
গুরম্যানের তথ্যানুযায়ী, নতুন আপডেট চালুর সময় আগামী বছর পর্যন্ত পেছানো হতে পারে। এছাড়াও অ্যাপল ইন্টেলিজেন্স চালু হলেই যে আইওএস ১৮ সাপোর্টযুক্ত ডিভাইসে এটি ব্যবহার করা যাবে তাও নয়।
আগে দেয়া এক ঘোষণায় অ্যাপল জানিয়েছিল, অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য ডিভাইসে এ১৭ প্রো প্রসেসর বা এম সিরিজের চিপসেট থাকতে হবে।