নতুন সাশ্রয়ী মডেল আইফোন সিক্সটিন ই উন্মোচন করল অ্যাপল

গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

বিশ্বজুড়ে আইফোনের সবচেয়ে সাশ্রয়ী মডেল ‘সিক্সটিন ই’ উন্মুক্তের ঘোষণা দিল অ্যাপল। মাত্র ৫৯৯ ডলারের বিনিময়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অ্যাপল স্টোরে পাওয়া যাবে নতুন এ সংস্করণটি। ৬ দশমিক ১ ইঞ্চির ওলেড স্ক্রিনযুক্ত ‘সিক্সটিন ই’ তে রয়েছে অত্যাধুনিক এ-এইটটিন চিপ, অ্যাকশন বাটন, ফেস আইডি ও অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা। যদিও ক্যামেরা রয়েছে মাত্র একটি।

প্রিমিয়াম সেগমেন্টের মার্কেটে দশকব্যাপী আধিপত্য ধরে রেখেছে আইফোন। তবে বাজেট সেগমেন্টে একটি মাত্র মডেল দিয়ে প্রবেশ করলেও মেলেনি কাঙ্ক্ষিত ফল। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইফোন এস ই’ মোট আইফোনের মাত্র ৫ শতাংশ বিক্রি করতে পেরেছিল। তাই ৩ বছর আগে সবশেষ আপডেটের মাধ্যমে বাজেট আইফোনটি বিদায় নেয় বাজার থেকে।

অবশেষে স্মার্টফোনপ্রেমীদের আক্ষেপ মেটাতে নতুন বাজেট সংস্করণ আইফোন ‘সিক্সটিন ই’ উন্মুক্তের ঘোষণা দিল অ্যাপল। বর্তমানে বাজারে বিক্রি হওয়া অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত আইফোনের মধ্যে সবচেয়ে কমদামে পাওয়া যাবে এটি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অ্যাপল স্টোরে পাওয়া যাবে স্মার্টফোনটি। এছাড়া ৫৯টি দেশে ২১ ফেব্রুয়ারি থেকে দেয়া যাবে প্রি অর্ডার। নতুন সংস্করণের বেসিক ভ্যারিয়েন্টটির দাম মাত্র ৫৯৯ ডলার।

৬ দশমিক ১ ইঞ্চির ওলেড স্ক্রিনযুক্ত ‘সিক্সটিন ই’ তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অ্যাকশন বাটন, ফেস আইডি ও অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা। অ্যাপলের দাবি, এ যাবৎকালের আইফোনের সবচেয়ে পাওয়ার ইফিশিয়েন্ট ফাইভ জি মডেম ব্যবহার করা হয়েছে এতে। স্মার্টফোনটিতে শক্তি যোগাবে অত্যাধুনিক এ ১৮ চিপসেট। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বিধি মোতাবেক লাইটেনিং পোর্টের বদলে ব্যবহার করা হয়েছে ইউএসবি সি টাইপ পোর্ট।

অ্যাপলের সিইও টিম কুক বলেন, ‘আইফোন ১৬ পরিবারের সবচেয়ে সাশ্রয়ী সদস্য হিসেবে যোগ দিয়েছে ১৬-ই। এতে শক্তিশালী অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হয়েছে। এতে দ্রুত কাজ করার পাশাপাশি নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারবেন।’

আইফোনের নতুন সংস্করণের মাধ্যমে ১৮ বছর পর হোম বাটনকে বিদায় জানালো অ্যাপল। সম্প্রতি আইফোন ফোরটিন, ফোরটিন প্লাস ও এসই থ্রি সিরিজের উৎপাদন বন্ধের ঘোষণা দেয়া হয়। নতুন সংস্করণটিকে যাতে অভ্যন্তরীণ প্রতিযোগিতায় পড়তে না হয়, তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

এএম