প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

মাইক্রোসফট নিয়ে আসছে নতুন সাইবার সিকিউরিটি টুল

ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সাইবার সিকিউরিটি টুল উন্মোচনের প্রস্তুতি নিতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। টুলটির নাম কোপাইলট ফর সিকিউরিটি।

আগামী মাসে এটি চালু করবে মাইক্রোসফট। জানা গেছে, মাইক্রোসফট প্রায় এক বছর ধরে এ সাইবার সিকিউরিটি টুলটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে।

কী আছে নতুন এই টুলে? সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি নিমিষে সাইবার নিরাপত্তাবিষয়ক সতর্কবার্তা, হামলার ঘটনার সারাংশ তৈরিসহ আইটিবিষয়ক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে সাহায্য করবে।

সিকিউরিটি কোপাইলটের মূল্য লক্ষ্য মাইক্রোসফটের পণ্যগুলোয় ওপেনএআইয়ের এআই সক্ষমতা ব্যবহারের মাধ্যমে ব্যবসা বাড়ানো।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সাইবার হামলার পর দ্রুত ব্যবস্থা নিতে ও ঝুঁকি বিশ্লেষণের মতো কাজের জন্য কোপাইলটের টুলটি ব্যবহার করতে পারবেন। টুলটি ব্যবহারের জন্য অ্যামাজনে ক্লাউড পরিষেবার মতো ব্যবহারভিত্তিক অর্থ প্রদানের সিস্টেম ব্যবহার হবে। মাইক্রোসফটের সিকিউরিটি টুলটি ওপেনএআইয়ের একটি মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, টুলটি করপোরেট ক্লায়েন্টদের পরীক্ষক হিসেবে কোপাইলটের নিরাপত্তা পরিস্থিতি পরীক্ষা করবে। মাইক্রোসফটের একাধিক করপোরেট পাটনার ও ক্লায়েন্ট সিকিউরিটি টুলটি পরীক্ষা করছে।