বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু হাই-টেক সিটি পরিদর্শনকালে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান।
চুক্তি বাতিল হওয়া কোম্পানিগুলো হলো টিককন সিস্টেমস লিমিটেড, ডাটা সফট ও মেট্রোনেট। এগুলোর পরিবর্তে কনা সফট, মা এন্টারপ্রাইজ ও মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজকে পার্কের জমি বরাদ্দ দেয়া হয়েছে।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জমি বরাদ্দপ্রাপ্ত ৮২টি দেশি ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে ২২টি ইতোমধ্যে অবকাঠামো তৈরি করে অফিসিয়াল, অপারেশনাল, উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এছাড়া ১৮টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে ও ৪২টি প্রতিষ্ঠানের অবকাঠামো তৈরির কার্যক্রম শুরু করার জন্য বিভিন্ন কাজ চলছে। ইতিমধ্যে এই পার্ক থেকে প্রতিমাসে ভাড়া (জমি ও স্পেস) বাবদ সরকারের ৬০ থেকে ৭০ লাখ টাকা আয় হচ্ছে।
২০২৫ সালের মধ্যে এখানে ১৫ হাজার কোটি টাকার দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এই পার্ক থেকে আইটি পণ্য রপ্তানি শুরু হলেও সকল ব্যবসায়িক কার্যক্রম পূর্ণোদ্দমে চালু হলে বছরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।