দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন ও অথোরাইজড অ্যাপল রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার; অফিশিয়ালি নতুন আইফোন সেভেন্টিন সিরিজ বাজারে নিয়ে এসেছে। সেভেন্টিন সিরিজের আইফোন সেভেন্টিন, আইফোন এয়ার, আইফোন সেভেন্টিন প্রো ও আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স চারটিই পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল আউটলেটে। পাশাপাশি তাদের অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাবে। তাদের অনলাইন প্লাটফর্ম ‘ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট গ্যাজেট অ্যান্ড গিয়ার ডট কম’ ।
আরও পড়ুন:
আয়োজনে গণমাধ্যমকর্মী, ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু, পার্টনার জাহাঙ্গীর আলম সাচ্চু, মো. আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান, বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কন্টেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব খান এবং সঙ্গীতশিল্পী ও গীতিকার জেফার রহমান।
নতুন আইফোন কিনলেই ক্রেতারা মাত্র ৩৬ হাজার ৯৯৯ টাকায় পাবেন অ্যাপল ওয়াচ আলট্রা-২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো টু বা ফ্রি এয়ারপডস ফোরের এএনসি ভার্শন। এছাড়াও, একটি ফ্রি অ্যাপল টুয়েন্টি ওয়াট অরিজিনাল অ্যাডাপ্টার, ফ্রি আইফোন কেস, ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি।
এছাড়াও নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি ২৪ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা ও পুরাতন ফোন এক্সচেঞ্জে আকর্ষণীয় বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।





