দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে এলো আইফোন সেভেন্টিন সিরিজ

দেশের বাজারে আইফোন সেভেন্টিন সিরিজ উন্মোচনের অনুষ্ঠান
দেশের বাজারে আইফোন সেভেন্টিন সিরিজ উন্মোচনের অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
1

দেশের বাজারে অফিশিয়ালি আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে এলো ইলেক্ট্রনিক্স রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর, গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজিতে এক অনুষ্ঠানে এর উন্মোচন করা হয়।

দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন ও অথোরাইজড অ্যাপল রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার; অফিশিয়ালি নতুন আইফোন সেভেন্টিন সিরিজ বাজারে নিয়ে এসেছে। সেভেন্টিন সিরিজের আইফোন সেভেন্টিন, আইফোন এয়ার, আইফোন সেভেন্টিন প্রো ও আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স চারটিই পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল আউটলেটে। পাশাপাশি তাদের অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাবে। তাদের অনলাইন প্লাটফর্ম ‘ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট গ্যাজেট অ্যান্ড গিয়ার ডট কম’ ।

আরও পড়ুন:

আয়োজনে গণমাধ্যমকর্মী, ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু, পার্টনার জাহাঙ্গীর আলম সাচ্চু, মো. আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান, বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কন্টেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব খান এবং সঙ্গীতশিল্পী ও গীতিকার জেফার রহমান।

নতুন আইফোন কিনলেই ক্রেতারা মাত্র ৩৬ হাজার ৯৯৯ টাকায় পাবেন অ্যাপল ওয়াচ আলট্রা-২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো টু বা ফ্রি এয়ারপডস ফোরের এএনসি ভার্শন। এছাড়াও, একটি ফ্রি অ্যাপল টুয়েন্টি ওয়াট অরিজিনাল অ্যাডাপ্টার, ফ্রি আইফোন কেস, ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি।

এছাড়াও নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি ২৪ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা ও পুরাতন ফোন এক্সচেঞ্জে আকর্ষণীয় বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

এফএস