দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে এলো আইফোন সেভেন্টিন সিরিজ
দেশের বাজারে অফিশিয়ালি আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে এলো ইলেক্ট্রনিক্স রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর, গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজিতে এক অনুষ্ঠানে এর উন্মোচন করা হয়।