প্রাপ্ত তথ্যানুযায়ী, আগের ভার্সনের মতো এতেও ইউজার ফ্রেন্ডলি ডিজাইন দেয়া হয়েছে। তবে ব্যবহারকারীদের কথা বিবেচনায় বেশ কিছু পরিবর্তন ও ফিচার যুক্ত করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি প্রথম উন্মোচন করা হয়।
সনি জেডভি-ই১০ টু ক্যামেরায় ২৬ মেগাপিক্সেলের ব্যাকসাইড-ইলুমিনেটেড এক্সমোর আর সিএমওএস সেন্সর দেয়া হয়েছে। এছাড়াও এতে বিআইওএনজেড এক্স আর ইমেজ প্রসেসিং ইঞ্জিন রয়েছে। ব্যবহারকারীরা ১০০ থেকে ৩২ হাজার পর্যন্ত আইএসও সুবিধা পাবে।
সনির নতুন এ ক্যামেরায় ৭৫৯ পয়েন্টের ফেজ ডিটেকশন অটোফোকাস সিস্টেম, রিয়েল টাইম আই অটোফোকাস ও ট্র্যাকিং রয়েছে। ডিভাইসটির ওজন ৩৭৭ গ্রাম।
ভিডিও ধারণের জন্য জেডভি-ই১০ টু ব্লগিং ক্যামেরা ৫.৬কে ওভারস্যাম্পলের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে রেজল্যুশনের ফুটেজ রেকর্ডে সক্ষম।
এতে অ্যাকটিভ মোড ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন রয়েছে। ফলে হাতে রেখে ভিডিও রেকর্ডিংয়ের সময় কোনো ধরনের ঝাঁকি অনুভব হবে না।
নতুন এ ক্যামেরায় বেশি সক্ষমতার জেড ব্যাটারি রয়েছে। এর মাধ্যমে ১৯৫ মিনিট পর্যন্ত কন্টিনিউয়াস রেকর্ডিং করা যাবে। এতে প্রোডাক্ট শোকেস সেটিং, ব্যাকগ্রাউন্ড ডিফোকাস বা বোকেহ ইফেক্ট রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসে ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট রয়েছে। এছাড়াও স্ট্যাবল লাইভ স্ট্রিমিংয়ের জন্য এতে ৫ গিগাহার্টজ ওয়াই-ফাইও রয়েছে। সনির নতুন ক্যামেরার শুধু বডি কিনতে ব্যয় হবে ৯৪ হাজার ৯৯০ রুপি। ১৬-৫০ মিলিমিটার পাওয়ার জুম লেন্সসহ ক্যামেরার দাম শিগগিরই কোম্পানির পক্ষ থেকে জানানো হবে।