তথ্য-প্রযুক্তি
0

বাজারে এলো সনির বিদ্যুৎচালিত গাড়ি

অটোমোবাইল শিল্পে টেক জায়ান্ট সনির বাজিমাত

টিভি,ক্যামেরা, মুঠোফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ব্যবহারে বিশ্বব্যাপী ক্রেতাদের পছন্দের একটি ব্র্যান্ড সনি। এবার বৈদ্যুতিক গাড়ি নির্মাণেও নাম লেখালো প্রতিষ্ঠানটি। জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডার সঙ্গে জুটি বেঁধে বাজারে আসছে সনির বৈদ্যুতিক গাড়ি 'আফিলা'।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ইলেকট্রনিক্স শোতে, দর্শকদের সামনে উন্মোচন করা হয় সনির বৈদ্যুতিক এই গাড়িটি। যা দেখে রীতিমতো চমকে গেছেন দর্শকরা।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে নির্মিত সনির বৈদ্যুতিক আফিলা গাড়িটির ভেতর ও বাইরে রয়েছে ৪৫টি ক্যামেরা ও সেন্সর। থাকছে স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের সুবিধা। গাড়িটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে ছোট মিডিয়া স্ক্রিন। রয়েছে গেমস খেলার সুবিধা। এছাড়া ব্যবহার করা রয়েছে সনির কৃত্রিম বুদ্ধিমত্তার AI, বিনোদন, ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ।

সনি গ্রুপ কর্পোরেশনের চেয়ারম্যান ও সিইও কেনিচিরো ইয়োশিদা জানান, বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি গাড়িটি নির্মাণে প্রাধান্য দেয়া হয়েছে চালক ও যাত্রীদের নিরাপত্তার সকল দিক।

বলেন, 'গাড়িটি নির্মাণে সৃজনশীলতার পাশাপাশি নানা দিক আমরা বিবেচনা করেছি। গাড়িটিতে থাকা আমাদের অত্যাধুনিক ইমেজ সেন্সরগুলো যাত্রীদের সবসময় নিরাপত্তা প্রদান করবে। বিনোদন দক্ষতার পাশাপাশি গতিশীলতার অগ্রগতিতে আমরা অবদান রাখতে চাই।'

সনির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান শিগগিরই শুরু হবে গাড়িটির উৎপাদন কার্যক্রম। আগামী বছরের প্রথমার্ধ্বে নেয়া হবে প্রি-অর্ডার। আর সর্বপ্রথম উত্তর আমেরিকার বাজারে ছাড়া হবে গাড়িটি। এরপর ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে আসবে জাপান ও ইউরোপের বাজারে।

যুক্তরাষ্ট্রের হোন্ডার ১২টি কারখানা রয়েছে। এর মধ্যে একটিতে আফিলা গাড়িটি নির্মাণ করা হবে। পরে জাপান ও ইউরোপেও উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি। গাড়ি উন্মোচন করলেও এর দাম এখনও ঘোষণা করেনি সনি।

বৈদ্যুতিক গাড়ির বাজারে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আধিপত্য রুখে দিতে, গেল বছর বৈদ্যুতিক গাড়ি বাজারে আনে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর করপোরেশন। এবার টেসলাকে টেক্কা দিবে জাপানি প্রযুক্তি জায়ান্ট সনি।