পকোর অন্যান্য পণ্যের মতো প্যাড ফাইভজিও ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজের তথ্যানুযায়ী, ২৩ আগস্ট স্থানীয় সময় বেলা ১২ টায় পণ্য উন্মোচন করা হবে।
এছাড়াও ডিভাইসটিতে ১২ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে থাকবে। যার আসপেক্ট রেশিও ১৬:১০, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিটস। ডিসপ্লের সুরক্ষায় ট্রিপল টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে।
ভারতের বাজারে উন্মোচনের অপেক্ষায় থাকা ডিভাইসটির স্পেসিফিকেশন পকো প্যাড গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে।
প্রযুক্তিবিদদের মতে এতে ২.৫কে রেজোলিউশন থাকতে পারে। সেই সঙ্গে ট্যাবলেট ডিভাইসে ডলবি ভিশন, সামনে ও পিছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেয়া হতে পারে।
প্রযুক্তিবিদদের মতে, বাজার ধরার ক্ষেত্রে এতে থাকা ব্যাটারি বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে। গুঞ্জন রয়েছে এতে ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর হাইপারওএস দেয়া হতে পারে। তবে ডিভাইসের দামের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।