অনর ২০০ ডিভাইসে ৬ দশমিক ৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৬৬৪*১২০০ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৪ হাজার নিটস পিক। এছাড়াও ডিসপ্লেটি ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট ফিচার, চোখের সুরক্ষায় ন্যাচারাল লাইট প্রটেকশন, স্লিপ অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে প্রযুক্তি ও জার্মানির রেইনল্যান্ড টিইউভি ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে।
প্রসেসর হিসেবে ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসেট ও অ্যাড্রেনো ৭২০ জিপিই্উ ব্যবহার করা হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ডিভাইসে স্টেইনলেস স্টিলের ভ্যাপর চেম্বার রয়েছে। ডিভাইসের পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি ও ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা দেয়া হয়েছে। পেছনের ক্যামেরায় ৫০ গুণ ডিজিটাল জুম ও ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে। ছবি তোলার জন্য নাইট মোড, পোট্রেইট, এআইসহ বিভিন্ন মোড রয়েছে। ডিভাইসের সামনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং এটি দিয়েও ফোরকে ভিডিও রেকর্ড করা সম্ভব।
অনর ২০০ এ ৫ হাজার ২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১০০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর মাধ্যমে ১৫ মিনিটে ৫৭ শতাংশ চার্জ দেয়া সম্ভব হবে বলে দাবি কোম্পানির। ডিভাইসটিতে ডুয়াল সিম, ফাইভজি ও ফোরজি নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। মুনলাইট হোয়াইট ও ব্ল্যাক এ দুই রঙে ডিভাইসটি কেনা যাবে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৩৪ হাজার ৯৯৯ রুপি এবং ১২-৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৯৯৯ রুপি।