স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসরসহ অনর ২০০ উন্মোচন
ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে ২০০ সিরিজ উন্মোচন করেছে অনর। কয়েক মাস আগে চীনের বাজারে প্রথম স্মার্টফোন সিরিজটি বাজারজাত করা হয়। এতে অনর ২০০ ও ২০০ প্রো নামের দুটি ডিভাইস রয়েছে। গিজমোচায়না প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।