আন্তর্জাতিক বাণিজ্য
0

নতুন দুই টিভি নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্যানাসনিক

এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বাজারে নেই প্যানাসনিক টিভি। প্রযুক্তি ও বাজার বিশ্লেষকদের মতে ভালো পণ্য তৈরি করলেও কোম্পানিটি মার্কিন বাজারে সেভাবে অবস্থান তৈরি করতে পারেনি। তবে এ অবস্থার অবসান হচ্ছে শিগগিরই। মার্কিন নাগরিকদের জন্য বেশ কিছু নতুন টেলিভিশন উন্মোচন করেছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি।

যুক্তরাষ্ট্রের বাজারে ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের টেলিভিশন আনা হয়েছে। ৫৫ থেকে ৮৫ ইঞ্চি ডিসপ্লের টিভি কেনা যাবে। সবগুলো ডিভাইসের ডিজাইন ও উন্নয়ন জাপানেই হয়েছে বলে জানা গেছে।

সব গুলো টেলিভিশনেই ফোরকে রেজল্যুশন দেয়া হয়েছে। এর মাধ্যমে পিকচার কোয়ালিটি ধরে রাখার ক্ষেত্রে প্যানাসনিকের অঙ্গীকার ও সক্ষমতার বিষয়টি ফুঁটে ওঠে। ডিসপ্লের জন্য প্যানাসনিক অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

প্রতিটি টেলিভিশনেই বিল্ট ইন ফায়ার টিভি রয়েছে। এর মাধ্যমে প্যানাসনিক সহজে আমেরিকা ফ্রেন্ডলি ইউআই তৈরি করতে পারবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

বাজার বিশ্লেষকরা জানান, এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের পিছনে কারণ রয়েছে। কোম্পানি জানায়, গ্রাহক পর্যায়ের চাহিদা শক্তিশালী করার পাশাপাশি ডিভাইসের ডিজাইন ও ফিচারে পরিবর্তন আনার জন্যই এ উদ্যোগ নিয়েছে। যার মধ্যে উচ্চমানের ছবিও বিষয়টিও গুরুত্বপূর্ণ।

দশ বছরেরও বেশি সময় টেলিভিশন বিক্রি না করলেও এ সময় দেশটির বাজারে ক্যামেরা বিক্রির মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এছাড়াও কানসাসে ইভির জন্য ব্যাটারি প্ল্যান্টও স্থাপন করেছে জাপানের এ কোম্পানি।

বর্তমানে গ্রাহকরা প্যানাসনিকের নতুন টেলিভিশনগুলো অর্ডার করতে পাবে। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে পণ্য পৌঁছানোর সম্ভাবনা নেই বলে সূত্রে জানা গেছে। টেলিভিশনগুলোর দাম ১ হাজার ৩০০ থেকে ৩ হাজার ২০০ ডলারের মধ্যে।

এই সম্পর্কিত অন্যান্য খবর