প্রযুক্তি সংবাদ , গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

নতুন দুটি স্মার্টফোন আনছে নকিয়া

আসছে বছরের শুরুর দিকে বাজারে আরও দুটি নতুন স্মার্টফোন আনছে নকিয়া। ফিচারফোনের পাশাপাশি স্মার্টফোন নিয়েও কাজ করছে নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

এই সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিন ফ্রাঙ্কয়েস ব্যারিল এ বিষয়ে ঘোষণা দিলেও সম্প্রতি আরও দুটি স্মার্টফোন বের করার বিষয়ে তথ্য মিলেছে।

জিএসএম চায়নার প্রতিবেদন বলছে, বর্তমানে নকিয়ার নতুন স্মার্টফোন দুটি পর্যবেক্ষণে আছে এবং জিএসএমে আইএমইআই ডাটাবেজে শনাক্ত করা গেছে।

এছাড়া এন-১৫৯ভি ও টিএ-১৫৮৫ মডেল নাম্বারে স্মার্টফোন দুটিকে তালিকাবদ্ধ করা হয়েছে। গুঞ্জন রয়েছে টিএ-১৫৮৫ মডেলটি নকিয়া স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন। এইচএমডির অধীনে এটি পুনরায় বাজারে আসবে। তবে ডিভাইসগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি এইচএমডি গ্লোবালও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

তবে কোম্পানিটির ভারত ও এপিএসির ভাইস প্রেসিডেন্ট রাভি কুনওয়ার জানান, ২০২৪ সালের প্রথমার্ধে নতুন ব্র্যান্ড বাজারে আসতে পারে এবং প্রাথমিক বাজার হিসেবে ভারতকেই নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: