বাংলাদেশে এক্সপার্ট সিরিজের একাধিক ল্যাপটপ উন্মোচন আসুসের

আসুসের গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে
আসুসের গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে | ছবি: সংগৃহীত
0

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত সপ্তাহে বাংলাদেশে এক্সপার্ট সিরিজ ল্যাপটপের নতুন পোর্টফোলিও ঘোষণা করেছে টেক ব্র্যান্ড আসুস। এ সিরিজে রয়েছে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপ। আরও রয়েছে এক্সপার্ট সেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। ছোট ও মাঝারি ব্যবসা, বড় করপোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।

এ সিরিজের ল্যাপটপগুলোতে আছে কোপাইলট প্লাস ফিচার, এক্সপার্ট গার্ডিয়ান আইটি ম্যানেজমেন্ট ও এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন, যা ইউজারদের কাজ আরও সহজ ও আরও নিরাপদ করে তুলবে। পাশাপাশি এ সিরিজের ল্যাপটপগুলোতে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি স্ট্যান্ডার্ডে ডিজাইন করা হয়েছে।

এতে রয়েছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার এবং এসএসডি লেয়ার সিকিউরিটি ফিচার। এছাড়াও এ সিরিজের ল্যাপটপগুলো ইপিইএটি সার্টিফায়েড, যা ইনভাইরনমেন্ট ফ্রেন্ডলি ও এনার্জি সেভ করবে।

আরও পড়ুন:

আসুসের এ গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্পোরেট ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও ব্র্যান্ডটির লোকাল ডিস্ট্রিবিউটর, ইন্ডাস্ট্রি পার্টনারও উপস্থিত ছিলেন এ আয়োজনে। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র, যেখানে প্রথম পাঁচ বিজয়ী পান নতুন সিরিজের ল্যাপটপ।

দেশের বাজারে আগামী মাস থেকে আসুসের এক্সপার্ট সিরিজের ল্যাপটপগুলো পাওয়া যাবে। আসুস এক্সপার্টবুক পি ওয়ান মডেলের দাম শুরু হবে ৪৯ হাজার ৫০০ টাকা থেকে, আসুস এক্সপার্টবুক পি থ্রি এর দাম শুরু হবে ১ লাখ ৭ হাজার টাকা থেকে। এক্সপার্টবুক পি ফাইভ এর দাম শুরু ১ লাখ ৪০ হাজার ৮০০ টাকা থেকে। বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য একমাত্র আসুসই দিচ্ছে কমার্শিয়াল সাপোর্ট ও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি।

এফএস