দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নির্মিত সুপারসনিক জেট প্লেন এক্স ফিফটি নাইন এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন হয়ে গেলো গত মঙ্গলবার। এ সুপারসনিক জেট প্লেনটি শব্দের চেয়ে দ্রুত এবং সর্বনিম্ন শব্দের জন্য ডিজাইন করা হয়েছে।
১০০ ফুট লম্বা প্লেনটি গত মঙ্গলবার ভোরে ক্যালিফোর্নিয়ায় লকহিড মার্টিনের স্কাঙ্ক ওয়ার্কস ফ্যাসিলিটি থেকে উড্ডয়ন করে নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারের কাছে নিরাপদে অবতরণ করে।
প্রথম পরীক্ষামূলক উড্ডয়নটি সম্পন্ন করা হয়েছে সাবসনিক স্পীডে। এবারের লক্ষ্য ছিল জেটপ্লেনটির স্ট্রাকচার ও সিস্টেম ভেরিফাই করা। সংশ্লিষ্টরা বলছেন এটিই সুপারসনিক স্পিডে ভ্রমণের প্রথম ধাপ।





