অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। তার বক্তব্যে উঠে আসে ভিন্ন ভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে চলমান তিনটি ডিজিটাল ট্রান্সফরমেশনের তথ্য।
প্রাথমিক রেগুলেটরি স্তরে ডাটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আইনসহ প্রণয়নসহ ন্যাশনাল ডাটা গভর্নেন্স অথরিটি গঠন করছে সরকার। দ্বিতীয় স্তরে বহুমাত্রিক ব্যাকবোন তৈরি করা যেখানে গুরুত্ব পাবে ইন্টার অপেরাবিলিটি ও ইন্টিগ্রেশন। সর্বশেষ পর্যায়ে দেশিয় জনবলের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে তৈরি হবে উন্নতমানের সফটওয়্যার ও ডেভেলপমেন্ট আবহ।
পাশাপাশি অদূর ভবিষ্যতে ফ্রি-ল্যান্সারদের জন্য সময়োপযোগী নীতিমালা আসছে বলেও জানান তিনি। এসময় সচিব আগামী দিনে বিডিসাফ ও আইসিটি বিভাগের একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিডিসাফের প্রেসিডেন্ট মো. জোবায়ের আল মাহমুদ। তার কথায় উঠে আসে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তিবিদদের সাইবার নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে বিডিসাফের ভবিষ্যত পরিকল্পনার কথা।
‘মানুষ, প্রযুক্তি ও বিশ্বাসে গড়ে উঠুক সাইবার স্থিতিশীলত’ শীর্ষক এ সিম্পোজিয়ামে ছিলো দশটি টেকনিক্যাল সেশন, একটি প্যানেল ডিসকাশনসহ একাধিক প্রযুক্তি বিশেষজ্ঞদের বক্তব্য, যাতে উঠে আসে তথ্য প্রযুক্তির নিরাপত্তা এবং সাইবার সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি।





