দেশের বাজারে এলো ব্রাইট ইন্টারন্যাশনালের ফিফথ জেনারেশন এসএসডি

ফিফথ জেনারেশন এসএসডি’ আনলো ব্রাইট ইন্টারন্যাশনাল
ফিফথ জেনারেশন এসএসডি’ আনলো ব্রাইট ইন্টারন্যাশনাল | ছবি: সংগৃহীত
0

দেশের বাজারে প্রথমবারের মতন এসেছে ফিফথ জেনারেশন এসএসডি। গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে তাইওয়ানের ফাইসনের চিপভিত্তিক মাইফাই এমপি থার্টিন হান্ড্রেড গি ফাইভ এনিভিএমই এসএসডি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়।

বিশ্ববাজারে ২০২৩ সাল থেকে ফিফথ জেনারেশন এসএসডি পাওয়া গেলেও দেশে এতদিন পর্যন্ত ফোর্থ জেনারেশন পর্যন্তই এসএসডি পাওয়া যেত। গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয় ফিফথ জেনারেশন এসএসডি।

টেকব্র্যান্ড মাইফাই সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেডের এ পণ্য বাজারে নিয়ে এসেছে ব্রাইট ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে ব্রাইট ইন্টারন্যশনালের কর্মকর্তাদের পাশাপাশি অনলাইনে যুক্ত ছিলেন মাইফাই সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেডের সিইও এবং হেড অফ সেলস।

আরও পড়ুন:

মাইফাই এমপি থার্টিন হান্ড্রেড গি ফাইভ এনিভিএমই এসএসডি এর রিড ও রাইট স্পিড টেন জিবিপিএসের কাছাকাছি। হাই এন্ড গেমার, ভিডিও এডিটর ও ডেটা হেভি কাজের জন্য এটি একটি আইকনিক প্রোডাক্ট হয়ে উঠবে এ মডেলটি এমনটা মনে করেন সরাসরি কাস্টমারদের হাতে এ ব্র্যান্ডের পণ্য অনেক বছর ধরে তুলে দেয়া এ প্রযুক্তি ব্যবসায়ী। একই অনুষ্ঠানে ব্রাইট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদারদের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

এফএস