আমাদের আশেপাশে অংকভীতি খুব স্পষ্ট। তবে বিজ্ঞানের অগ্রযাত্রায় তাল মেলাতে চাইলে অংকের ভয়কে জয় করার কোনো বিকল্প নেই। এ ভয়কে জয় করার লক্ষ্য নিয়েই সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয় তাদের যোসেফাইট ম্যাথ ক্লাবের।
আরও পড়ুন:
জেনেসিস, টিক-ট্যাক-টো, ক্রিপ্টোমেনিয়া, সুডোকু, হিউম্যান ক্যালকুলেটর, প্রোবাবিলিটি প্রেশার, কোড ব্রেক, জিওমেট্রি ড্যাস, আইকিউ টেস্ট, ট্রেজার হান্ট, ফাইভ মিনিট প্রফেসরের মতো সেগমেন্টে ছিলো এ আয়োজনে। যাতে অংশ নেন প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী। তবে গোটা আয়োজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো আইকনিক ম্যাথ অলিম্পিয়াড।
রুবিক্সকিউব নিয়ে রীতিমত আঙ্গুলের ঝড় তুলেছিলো প্রতিযোগীরা। ক্যালকুলাস বী-তে লাইভ অডিয়েন্সের সামনে অংকযুদ্ধে নামতে দেখা যায় এ সেগমেন্টের প্রতিযোগীদের।
বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণকারীদের অনেকেই অংকের প্রতি ভালোবাসা থেকে একাধিক সেগমেন্টে যোগ দিয়েছেন। আয়োজনের শেষদিন ছিলো বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবার দিন।





