দেশের বাজারে এলো ব্রাইট ইন্টারন্যাশনালের ফিফথ জেনারেশন এসএসডি
দেশের বাজারে প্রথমবারের মতন এসেছে ফিফথ জেনারেশন এসএসডি। গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে তাইওয়ানের ফাইসনের চিপভিত্তিক মাইফাই এমপি থার্টিন হান্ড্রেড গি ফাইভ এনিভিএমই এসএসডি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়।