ম্যাথ ভয়ঙ্কর নয়: যোসেফাইট ম্যাথ ক্লাবের ‘সেভেন্থ ম্যাথমেনিয়া’
অংক, গণিত, ম্যাথ নাম শুনলেই অনেকের মাথা আউলে যায়। ম্যাথ কি আসলেই ভয়ের? জানবো এবার ম্যাথ মেনিয়ার কথা। যোসেফাইট ম্যাথ ক্লাবের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয়ে গেলো তিন দিনব্যাপী ‘সেভেন্থ যোসেফাইট ম্যাথমেনিয়া’। আয়োজনের প্রতিটি দিনই ছিলো নানান ম্যাথমেটিক সেগমেন্টে ঠাসা।