আবারো মহাকাশে যাচ্ছে জেফ বেজোসের ব্লু অরিজিন রকেট

আবারো মহাকাশে যাচ্ছে বিলিওনিয়ার জেফ বেজোসের ব্লু অরিজিন রকেট | এখন
0

আবারো মহাকাশে যাচ্ছে বিলিওনিয়ার জেফ বেজোসের ব্লু অরিজিন রকেট। যদিও এবার রয়েছে চমক। এনএস থ্রি ওয়ান মিশনে, প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করবেন ছয় নারী। যাদের মধ্যে রয়েছেন পপ তারকা কেটি পেরি ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজসহ ছয় নারী যাত্রী।

মহাকাশ ভ্রমণে পর্যটকদের আকৃষ্ট করতে গেল কয়েক দশক ধরেই কাজ করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তৈরি করেছেন ব্লু অরিজিন নিউ শেপার্ড নামে একটি রকেট। নানা সমালোচনা, উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরেও সবশেষ আলোর মুখ দেখেন ২০২১ সালে।

সেবার নিজের রকেট যান নিউ শেপার্ডে করে মহাকাশে ছোটো-খাটো ভ্রমণ করে ফিরেন বিলিওনিয়ার জেফ বেজোস। ক্রু ফ্লাইটে তার সঙ্গে ছিল তার ভাই মার্ক বেজোস, ওয়ালি ফাঙ্ক এবং একজন শিক্ষার্থী। এবার কোনো পুরুষ নয় একসঙ্গে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ছয় নারী সদস্য। তবে এতে সবচেয়ে বড় চমক, এদের মধ্যে রয়েছেন পপ তারকা কেটি পেরি ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ। এছাড়াও, আরও থাকবেন সাংবাদিক গেইল কিং, বিজ্ঞানী আইশা বো, গবেষক আমান্ডা নুয়েন, ও চলচ্চিত্র প্রয়োজন কেরিয়ান ফ্লিন।

এক বিবৃতিতে ব্লু অরিজিন জানায়, এনএস-৩১ মিশনে পাঠানো হচ্ছে তাদের। ৫৯ ফুট লম্বা সাবঅরবিটাল মহাকাশযান নিউ শেপার্ড রকেট ক্রুদের মহাকাশে নিয়ে যাবে। সেখানে পৌঁছে পৃথিবীর চমকপ্রদ দৃশ্য উপভোগের সুযোগ পাবেন যাত্রীরা। পাশাপাশি অনুভব করবেন মাইক্রোগ্র্যাভিটি। মাত্র কয়েক মিনিটের এই যাত্রা শেষে পশ্চিম টেক্সাসের মরুভূমিতে প্যারাসুটের সহায়তায় অবতরণ করবেন তারা। যদিও এই ভ্রমণের দিনক্ষণ এখনও নির্ধারণ করেননি ব্লু অরিজিন।

মহাকাশে ১১তম মানুষবাহী ফ্লাইট হতে যাচ্ছে এবারের এই মিশন। সামগ্রিকভাবে এটি ৩১তম। সর্বশেষ ১৯৬৩ সালে মহাকাশে একাই অভিযানে গিয়েছিলেন সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেসকোভা।

ইএ