তথ্য-প্রযুক্তি
0

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানায় টেক দুনিয়ায় তোলপাড়

সার্চ ইঞ্জিন গুগলকে রাশিয়ার নজিরবিহীন পরিমাণ অর্থ জরিমানার ঘটনায় তোলপাড় গোটা টেক দুনিয়া। সব মিলিয়ে পুরো বিশ্বের জিডিপি প্রবৃদ্ধিও ২০ ডেসিলিয়ন ডলার নয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইউটিউবে রুশ চ্যানেল ব্লক করায় ঠিক এই পরিমাণ অর্থই গুগলকে জরিমানা করেছে মস্কো। পশ্চিমা সার্চ ইঞ্জিন গুগলের একচ্ছত্র আধিপত্য নিয়ে সমালোচনার মুখে পড়ে গেছে প্রতিষ্ঠানটি। সমালোচনা হচ্ছে কেন ইসরাইলি কোন গণমাধ্যম বন্ধ করছে না গুগল তা নিয়েও।

দুইয়ের পর ৩৬ টা শূন্য। মিলিয়ন, বিলিয়ন কিংবা ট্রিলিয়ন নয়, ২০ ডেসিলিয়ন ডলার। গুগলের কাছে এই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ চেয়েছে রাশিয়া। হ্যা ঠিকই শুনেছেন, এতো অর্থ পুরো বিশ্বে খুঁজলেও সব মিলিয়ে পাওয়া যাবে না। অথচ এই অর্থই সার্চ ইঞ্জিনটির কাছে কাছে দাবি করে বসেছে মস্কোর একটি আদালত।

মূলত, ইউটিউবে রাশিয়ার চ্যানেলের গণ্ডি সীমাবদ্ধ করে দেয়ার পরই গুগলকে এই মোটা অঙ্কের জরিমানা করেছে মস্কো। যেখানে বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধি ১১০ লাখ কোটি ডলার। হাস্যকর বিষয়, অর্থের এই অঙ্কের উচ্চারণ করতে পারেনি খোদ ক্রেমলিন। ব্যঙ্গ করে বিভিন্ন গণমাধ্যম বলছে, গুগল যদি মিল্কিওয়ে গ্যালাক্সি দখলে নেয়, এরপরও জরিমানার এই অর্থ পরিশোধ সম্ভব হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যায়।

কিন্তু কেনো এই আগ্রাসী সিদ্ধান্ত নিলো রাশিয়া? ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর রাশিয়ার ১ হাজারের বেশি ইউটিউব চ্যানেল ব্লব করে দেয়া হয়। হাজার হাজার ভিডিও সরিয়ে দেয়া হয়। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, গুগলের এই উদ্যোগ অনৈতিক। অন্তত ১৭ টি টিভি চ্যানেল রাশিয়ার বিরুদ্ধে মামলা করে। অনবরত জরিমানা হতে থাকে, যা কয়েকগুণ বেড়ে অস্বাভাবিক এই অঙ্কে পৌঁছায়। যদিও ক্রেমলিন বলছে, এই অঙ্ক প্রতীকী। মূলত গুগলের কাছে সমাধান চাচ্ছে রাশিয়া।

এই মামলাটি শুরু হয় ২০২০ সালে, যখন গুগল রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের ইয়েভগেনি প্রিগোজিন আর রুশ ব্যবসায়ী কনস্ট্যান্টাইন মালোফিভের সঙ্গে সম্পৃক্ত চ্যানেল ব্লক করে দেয়। সেসময় রাশিয়ার ১৭ টি চ্যানেলের কন্টেন্ট ইউটিউবে সীমাবদ্ধ করে দেয়া হয়। ২০২১ মালের মে মাসে রুশ মিডিয়া রেগুলেটর রসকমনাডজোর দাবি করে, ইউটিউবে সীমাবদ্ধ করে দেয়া হয়েছে আরটি, স্পুটনিকসহ রুশ মিডিয়া আউটলেট।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পুরোদমে সেনা অভিযান শুরুর পর আরও অনেক রুশ চ্যানেল বন্ধ করে দেয় গুগল। ইউক্রেনে সেনা অভিযান নিয়ে নিষিদ্ধ কন্টেন্ট প্রকাশ করার দাবিতে ২০২২ সালের জুলাইতে গুগলকে ২১ বিলিয়ন রুবল জরিমানা করে রাশিয়া। রুশ আদালত গুগলকে ৯ মাসের মধ্যে ১ লাখ রুবল পরিশোধ করতে বলে। শর্ত ছিল প্রতি সপ্তাহে দ্বিগুণ হতে থাকবে এই জরিমানার অঙ্ক, কিন্তু এই আকার এখন পৌঁছে গেছে পৃথিবীর সমুদয় অর্থের বাইরে।

বিভিন্ন গণমাধ্যমের সমালোচনার মুখে পড়ে গেছে গুগল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেইলে বার্তা পাঠানো, বা কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করা, মুভি দেখায় নেটফ্লিক্সের ব্যবহার, সবক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে পশ্চিমারা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, তাই রাশিয়ার গণমাধ্যম ব্যান করা হয়েছে। গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নয় ওয়াশিংটন, যে কারণে ইসরাইলি গণমাধ্যম চলছে বহাল তবিয়তে।

ইএ