তথ্য-প্রযুক্তি
গুগলের সাথে এআই কন্টেন্ট লাইসেন্সিং চুক্তিতে রেডিট
টেক জায়ান্ট গুগলের সঙ্গে ৬০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট। চুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির আওতায় গুগল সার্চ ইঞ্জিনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মাধ্যমে প্রশিক্ষণের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবে রেডিট।

রেডিট মূলত হাই-প্রোফাইল স্টক মার্কেট লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই চুক্তির মাধ্যমে জানা গেল, এটিও টিকটক এবং ফেসবুকের মতো ডলার আয়ের প্রতিযোগিতায় ডুব দিচ্ছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে রেডিট ও গুগলের কেউই কথা বলতে রাজি হয় নি।

সম্প্রতি ব্লুমবার্গও এই চুক্তির বিষয়ে রিপোর্ট করেছে।

গত বছর রেডিট জানিয়েছিল, কোম্পানিগুলোকে এর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) বা যার মাধ্যমে কন্টেন্ট সরবরাহ করবে সেটি ব্যবহারের জন্য চার্জ করা হবে। গুগলের সঙ্গে এই চুক্তি বড় কোনো এআই কোম্পানির সঙ্গে প্রথম চুক্তি হবে রেডিট'র জন্য।

ইএ